প্রকাশিত: Sat, Apr 8, 2023 12:30 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:25 PM

কলকাতায় ১৫ দিন, দেশে গত একবছর : আমার একক পর্যবেক্ষণ

জাকির তালুকদার : পশ্চিমবঙ্গে মমতা ব্যাণার্জির তৃণমূল-সরকারের বিরুদ্ধে প্রচুর লেখালেখি। লেখক-কবি, শিল্পী, সাংবাদিকরা অবিরাম সরকারের লোকদের দুর্নীতি, অযোগ্যতা, স্বজনপ্রীতি নিয়ে কথা বলছেন। কিন্তু কলকাতার ট্যাক্সি ড্রাইভার, চায়ের দোকানদার, হকার, সাধারণ মানুষকে জিগ্যেস করলে তারা বলেছেন, দিদিই ভালো। শিক্ষিত লোকেরা বলেছেন, বিজেপিকে ঠেকাতে হলে তৃণমূলই একমাত্র ভরসা। 

বামেরা ভালো। কিন্তু বিজেপিকে ঠেকানোর জন্য যথেষ্ট নয়। বাংলাদেশের অবস্থা উল্টা। লেখক-কবি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের সিংহভাগ আওয়ামী সরকার এবং শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে রিকশাওয়ালা, সিএনজি-চালক, চায়ের দোকানদার, হকার, সাধারণ কর্মজীবীরা ভয়ে ভয়ে হলেও বলছেন, এই সরকার দ্যাশটারে জাহান্নাম বানায়া ফেলছে। লেখক: কথাসাহিত্যিক। ফেসবুক থেকে